কাশ্মীরের ঘটনা – কাশ্মীর পর্যটকের কাছে এক ‘ ভাল সময়ের কাটানোর জায়গা ‘ সেখানেই ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা,২২এপ্রিল ওই চমৎকার জায়গাতে ঘুরতে গিয়েছিলেন পর্যটকরা,হঠাৎ বৈশরণের পাশের জঙ্গল থেকে স্থানীয় পোশাকে চড়াও হয় জঙ্গিরা,হাতে ছিল আগ্নেয়াস্ত্র,মুখ ছিল ঢাকা,আচমকাই পর্যটকদের নাম
পরিচয়ে জানতে চাওয়া হয়,তারপরই ধর্মের পরিচয়ে সামনে আসতে চলে গুলিবৃষ্টি।প্রত্যক্ষদর্শীদের সূত্রে উঠে আসে এই ভয়ঙ্কর তথ্য,
অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে কেনই বা মারলো তাদের,কি লাভ হলো এই নরখাদকদের সাধারণ মানুষদের হত্যা করে? জানতে হলে সবসময় ফলো রাখুন জনগণের দরবার।
