ছবিতে নীলের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ভুবন দে কে । কলকাতা শহরে মধ্যবিত্ত পরিবারের সন্তান নীল,তার এক ছয় বছরের কন্যা সন্তান আছে,তাকে নিয়েই তার সংসার ।নীলের স্ত্রী দীপা বিনীর জন্মের পরই মারা যায় ,অন্যদিকে নেহা নীলের অফিস কলিগ যে কিনা নীলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নীলের পাশে থাকে আর বিনিকেও খুব ভালবাসে,কিন্তু কিছু সময়ের মধ্যেই এক বিরল রোগ ধরা পড়ল ,তারপর পরিবর্তন হয় বিভিন্ন ঘটনা ,বাবা মেয়ের এই ভালবাসার গল্প নিয়েই এই ছবি ‘বিনি সুতোর টান’ এই গরমের ছুটতেই মুক্তি পাচ্ছে ‘ বিনি সুতোর টান’। পরিচালক সত্যজিৎ দাসের কথায় ‘এই ছবি এক বাবা মেয়ের অটুট ভালবাসার গল্প বলবে,একজন অসহায় বাবা তার অসুস্থ মেয়েকে নিয়ে সুস্থ করার লড়াই দেখা যাবে, ছবিটার বেশ অনেক অংশেই আবেগের ছবি ভেসে উঠেছে ,অভিনতা ভুবন দে আর আয়েশা ভট্টাচার্য দুজনই দুজন চরিত্রের সঙ্গে বেশ মানানসই , এই ছবিতে বেশ ভালো গানেরও ব্যাবহার হয়েছে আসা করছি দর্শকদের ভালো লাগবে।
