অক্ষয়েতৃতীয়ার শুভ তিথিতে দ্বার উন্মোচন দিঘার জগন্নাথ মন্দিররের, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী । এদিন জগন্নাথদেবকে ৫৬ ভোগ নিবেদন করা হলো। সকাল থেকেই ভক্তবৃন্দের ঢেউ আছড়ে পড়ে মন্দির চত্বরে সকালে যজ্ঞের পর বিগ্রহকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়
মন্দিরের চারটি প্রবেশপথ
১.পূর্বদিকে সিংহদ্বার ২. পশ্চিমদিকে বয়াঘ্রদ্বার ৩. দক্ষিণদিকে অশ্বদ্বার ও সর্বশেষ উত্তরদিকে হস্তিদ্বার। এতে রয়েছে নাটমন্দির,ভোজমণ্ডপ,গোপুরম,জগমহ ও বিমান গর্ভগৃহ এছাড়াও রয়েছে অন্যান্য প্রয়োজনীয় সব মন্দিরই তৈরি করা হয়েছে তার মধ্যে একটি হলো চৈতন্যদ্বার
অক্ষয়তৃতীয়ার শুভলগ্নে অর্থাৎ দুপুর ৩টে থেকে ৩টে ১৫মিনিট মধ্যে মন্দিরের দ্বার উন্মোচন করেন মুখ্যমন্ত্রী, দরজা ঠেলে মন্দিরের ভিতরে ঢোকেন,রব ওঠে জয় জগন্নাথ । আরতি করেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন এছাড়াও সঙ্গে ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের রাজেশ দ্বৈতাপতি ও কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস।
মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন এই মন্দিরের শীর্ষে ভগবান বিষ্ণু
অস্টধাতুর নীলচক্র স্থাপন করা হয়েছে
